সাগর রুনি মরছে অনেক আগে
তনুও গেলো তার কিছুদিন পরে ।
তদন্ত টা এখনও ঝুলেই আছে
কেয়ামত তক যাবে বোধয় যাবে ।
ফাইল গুলো কোথাও চাপা পড়ে
লাশের মতই হয়তো গেছে পঁচে ।
খুনি গুলো আগের মতই আছে
নূতন কোন রক্ত নেশায় মেতে ।
এখন দেশে মানুষ মরে পুড়ে
কেহ মরে রাস্তায় গাড়ীর নিচে ।
অলিতে গলিতে লাশের কান্না শুনি
দেয়ালে লেপ্টে আছে প্রতিধ্বনি ।
লাশের বহরের কজন কানে বলে
তারপরেও দেশটা আছে সুখে ।


রচনাকালঃ-
৩১০৩২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।