গুমোটবাঁধা কষ্টগুলো,বুকে তীব্র ঝড় তোলে;
ইচ্ছে হয় ডুকরে ডুকরে কাঁদি
কি করে কাঁদবো?
চোখেরজল সে তো কবে শুকিয়ে গেছে
মেকি হাসির অন্তরালে,কষ্টগুলো
লুকিয়ে লুকিয়ে অট্টহাসি হাসে ।
অভিনয়ে এখন সবাই বড্ড পাকা,
অশ্রুকণা যখন চোয়াল বেয়ে গড়িয়ে পড়ে;
বলি,ওটা অশ্রুজল নয় চোখ জ্বলছে ।
হৃদয়ের ক্ষতগুলোতে এখনো রক্তক্ষরণ হয়,
বেদনাগুলো কচুরিপানার মত ভেসে চলে
জীবনের দোলাচলে, একটু সুখের আশায় ।
জীবনের চাওয়া-পাওয়া গুলো
যখন অপূর্ণ থেকে যায়,স্বপ্নগুলো যখন
স্বপ্নঘোর হয়ে মস্তিষ্কে টর্চার করে,
কষ্টগুলো তখন দীর্ঘশ্বাস হয়ে নির্গত হয় ।


রচনাকাল
২৩১০২০১৭ মধ্যরাত,
সংযুক্ত আরব আমিরাত ।