আমি নষ্ট পৃথিবীর কষ্ট নিয়ে
হারিয়ে যাবো একদিন,
জীবনের সব স্বপ্ন আমার
ভ্রষ্ট হবে সেইদিন ।


হাসি উল্লাস আনন্দ যত
হঠাৎ থমকে যাবে,
চোখের সাথে সব আশাগুলো
বন্ধ তখন হবে ।


আমার দেহের প্রতিটি অঙ্গ
নিথর পড়ে রবে,
কর্ম আমার জীবনের যত
হিসাব শুরু হবে ।


পুছিবে আমায় রব কে তোমার
দীন কি ছিলো ভবে
দেখিয়া বল কে তিনি ছিলেন
দুনিয়ায় রহমত হয়ে ।


মুনকিরনাকির পুরোনো হিসাব
সঁপিবে রবের নিকট,
খোদার আদেশ জারি হবে
স্বর্গ নাকি নরক ।


থাকিব আমি সেথায় অপেক্ষায়
শেষ দিবসের তরে,
নেকি যদি থাকে সাথে কিছু পড়ে
বাঁচিব শেষ বিচারে ।


রচনাকালঃ-
১৯০২২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ,আরব আমিরাত ।