ঘোর আমাবস্যার রাতে পথ হারিয়েছি,
জোনাক আলোতে সাহস ফিরে পেলেও
গন্তব্য খুঁজে পাইনি।
দুরুদুরু বুকে সন্তর্পণে চলেও আচানক শিউরে উঠি
বাতাসের ঝাপটায় বাঁশের ভয়ঙ্কর শব্দে ।
দোয়া-কালাম পড়ে বুকে মেকি সাহস সঞ্চার করে
পাঁ বাড়ালাম, সামনে কবর
মেঠো পথের সাদা অংশ অনুসরণ করে চলছি
পথ পেলেও পেতে পারি, রাজপথ ।
রাত আরো গভীর হতে থাকলো, আঁধার হয়ে এলো চারিপাশ;
স্নিগ্ধ হাওয়ার পরশে গাছের পাতাগুলো সুর করে উঠল ।
পায়ের সাথে কিছুর স্পর্শে আঁৎকে উঠলাম
ভয়ে বুকটা ধকধক করে উঠল;
হিমশীতল বাতাসেও শরীর ঘাম ছেড়ে দিয়েছে ।
আলোর সন্ধানে বেপরোয়া হয়ে চলছি ভয়ার্ত হৃদয়ে
এই বুঝি পথের শেষ হলো...


রচনাকালঃ-
২৮১২২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।