বিহঙ্গ বদনে অপলক নয়নে
তাকিয়ে আছে সে ঐদূর আকাশে,
খোদারই রহমত বৃষ্টি হয়ে আজ
ঝরুকনা কিছু বুন্দ বান্দার শরীরে।


ফুলগুলো ফুটে আছে সুগন্ধ ছড়িয়ে
হই তব মাতোয়ারা বিমোহিত সুভাসে,
পাখিগুলো গেয়ে যায় গান তব রহিমের,
গুনগুন সুর তুলি প্রশংসা মাবুদের।


সাগরের গর্জন ঢেউ হয়ে আছড়ে
পাড়েতে জানান দেয় মালিকের শক্তির
মাঝি জোরে গান ধরে সুর তুলে কন্ঠে
রহমান রহিমের, মালিকের ভক্তির


সূর্যের উত্তাপ দিনে পুড়ে ছারখার
চাঁদে তাই দেয় আলো স্নিগ্ধতা বারবার।
রহমান জেগে আছে ভয় নাই মনেতে
সুস্বপ্ন কত দেখি মালিকের দয়াতে।


আমি আজ গেয়ে যাই
মাবুদের গুণগান,
খোদা মোদের রহম কর
আমরা যে গুনাহগার।


রচনাকাল
২১/০৯/২০১৭ খ্রিষ্টাব্দ।