কানধরে তাদের যতই বুঝাই
বুঝেনা তারা কিছুই,
গাধার মত পিটুনি খেয়ে শেষে
বুঝে নিলো সবই ।


কাঁঠাল পাতায় আছে সুখ তার
সহজে বুঝেনা তারা,
ভালো পানি খায় ঘোলা করে
যেমন করে গাধা ।


যদি বলি শোন ডানে হেটে চল
বায়েতে আছে বিপদ,
গর্দভ শুনে কি কাহারো কথা
নিজেই মস্ত আপদ ।


বয়ান হাজার শত উপদেশ
লাভ নেই তাদের দিয়ে,
গর্দভ আর ছাগুমি স্বভাবী
ছাগর্দভ লোকে ডাকে ।


রচনাকালঃ-
২৪১২২০১৭ খ্রিস্টাব্দ
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ।