চারিদিকে বয়কট হট হট দূর হট
আর তো লাগে না ভালো,
বিদঘুটে ভাবসাব দেখিতে কল সাপ
সাবধান হুশিয়ারে চলো ।


সবে বলে আমি তোর কেউ নেই হলে ভোর
আপনের বাজারে মন্দা,
বিকেলের আলোতে নিজ ছায়া দেখে যে
বুঝে সে দুনিয়ার ফান্দা ।


বকবক টকটক টেপেতে কলের গান
সেই সুবে হয়েছে শুরু,
কত রঙ কত ঢঙ দেখিয়ে মহাজন
সেজেছে সমাজের গুরু ।


ভূত ঝেঁকে বসেছে সমাজের পরতে
ঝাঁড় ফুক বুকে আর লাগে না,
ভূত আছে সর্ষেতে দরবেশ কি করিবে
তাবিজের কালী আর বসে না ।


হালচাল চিড়চিড়ে খবরের কাগজে
বাহক আজ দালালীতে মত্ত,
তৈলের কারসাজি অঙ্গে মাখামাখি
জান যাক বলিবেনা সত্য ।


চুপচাপ ফুটপাতে হেঁটে যাও গন্তে
বিদ্রোহী ভাবসাব ভুলিয়া,
রাজপথে বিপ্লব আর নয় কখনো
মর্দনে আজ চলে দুনিয়া ।


রচনাকালঃ-
২৭০১২০১৯ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।