ঝগড়াটে ফটফটে
চলে সে তেড়েফুঁড়ে
ভাবসাব দেখ তার
আস্ত জানোয়ার ।


নিজ ঘরে আলো নাই
অন্যের ঘর ঝাঁকে
হিংসার আগুনে
নিজগৃহ নিজে পুড়ে ।


জ্ঞানের গরিমা
ভাব দেখে বাঁচিনা
বোম যদি মারে কেউ
আওয়াজ আর হবেনা ।


আছে কিছু লোক তার
ভাড়াটে জমাদ্দার
জানিনা কি স্বার্থে
হয় তারা ব্যবহার ।


দরবারি আলেমে
ঘর তার ভরপুর
হক কথা নাই মুখে
আছে সে বহুদূর ।


মনে তোর আসে যা
করে যা সব তা
ধরা খাবি যেইদিন
বুঝবি তুই সেইদিন ।


রচনাকালঃ-
০৭০২২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।