উপর্যুপরি ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত রক্তাত্ত দেহে
পরম শান্তি অনুভূত হয় ।
গড়িয়ে পড়া রক্তে কি আজীব জৌলুশ;
মাংসল বুক ছিন্নভিন্ন,মুখে
দ্বীগবিজয়ের চওড়া তাবাসসুম।
যদি আরেকবার উঠতে পারতাম!
ফের বুকটা পেতে দিতাম শত্রুর
শাণিত তরবারির সিংহ ভাগে, জান্নাত কতদূর?
টগবগ টগবগ ঘোড়াখুর ধ্বনি কর্ণে ভেসে আসে,
নিস্তেজ শরীর মনের ক্রন্দন শোনে না ।
হস্তদ্বয় জমিনে লেপ্টে আছে
ওই তো দূরে জুলফিকার ।
যদি ছুঁতে পারতাম!
চোখ দু'টোরা কি হলো?
সে এমন হীম-শীতল হয়ে আসছে কেন?
এই ময়দান দেখতে ভালোই তো লাগছে ।
খোদার সৈনিকের তরবারি ঝংকার;
হৃদয়ে প্রফুল্লতা এনে দিচ্ছে,মুগ্ধকর ।


রচনাকালঃ-
২৩০৩২০১৯ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।