জানাজা হয়ে গেল কিচ্ছুক্ষণ আগে
খাটিয়া কাঁদে চড়াবে আমার আপনজন
গুনেগুনে চল্লিশতম কদম পর্যন্ত ধীরে চলে
তাদের তাড়া বেড়ে যাবে, আমায় কবরস্থ করতে ।
লাশের মিছিলে ক্রন্দনরত চেহারার ফাঁকে
কিছু হাস্যোজ্জল চেহারা দেখতে পেলাম,
আমার প্রস্থানে তাদের অন্তরে খুশির হাওয়া বইছে ।
ক'টা কুকুর ঘেউঘেউ করে আমায় বিদায়ী সম্ভাষণ জানাচ্ছে
ইমাম সাহেবকে দেখলাম কেমন তাড়াহুড়ো করতে
বেচারা বড্ড ক্ষুধার্ত, কটা দানা না পড়া পর্যন্ত এমনই চলবে ।
খাটিয়া পশ্চিমে রেখে আমায় কবরস্থ করা হল;
বাঁশ আর কলাপাতার ছাউনি দিয়ে,
চিরতরে বন্ধ করে দেওয়া হবে দুনিয়ার আলো বাতাস ।
আধারের বাসিন্দা হয়ে যাবো অনন্তকালের তরে,
আমি পৃথিবীপৃষ্ঠে ঘুরে বেড়াবো প্রেতাত্মা হয়ে, আমার আপনজনের দ্বারেদ্বারে ।


রচনাকালঃ-
১৮০২২০১৮ খ্রিস্টাব্দ ।
শারজাহ,আরব আমিরাত ।