মৃত্যুমুখে দাঁড়িয়ে মুসাফির
শেষ ফরিয়াদ করছি,
আখিরাতের পাথেয় কি সাথে
নিয়ে যেতে আমি পারছি ?


মৃত্যু আমার দুয়ারে দাঁড়িয়ে
এইতো যাবে প্রাণ,
হাশরের মাঠে কেমন করে
হবে আমার উত্থান  ।


আদেশ মানিনি রব্বে খোদার
নিজের মত চলেছি,
সোজা পথে চলিনি কভু
বাঁকা পথের যাত্রী ।


রাসূলে আরবীর উপদেশ শত
এসেছিল জীবনে কত,
ভুলের পথে হেটেছি তবুও
মানিনি আদেশ তব ।


কবর আমার কেমন হবে
জানিনা তাহার খবর,
ফরিয়াদ করি দরবারে মাওলা
দিয়ো না ওগো নরক ।


রচনাকালঃ-
২৯০১২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ,আরব আমিরাত ।