হঠাৎ করে কানের মধ্যে আসলো আওয়াজ ভেসে
বলতে কেহ চাচ্ছে কিছু আওয়াজ তাহার ফিকে ।
ভাষার জন্য জীবন দিলাম ভাষার কি খবর?
কথাগুলো বলছে আমায় সালাম রফিক জব্বর ।
লজ্জানত হয়ে বললাম শুনেন বরকত ভাই
হিন্দি গানে মজে আছে বাংলায় মজা নাই ।
বাংলা লেখা হয়না এখন কবির কাব্য গানে
লিখবে যে জন সেও লেখায় ইংরেজিটাই টানে ।
শফিক বলে বলিস কিরে রক্ত কেন দিলাম
ভাষার জন্য জীবন দিয়ে কেন শহীদ হলাম ।
অন্যভাষায় সাহিত্য তোর অন্যভাষায় সবি
বায়ান্নতে কিসের জন্য আন্দোলনে গেলি ।
শত অভিশাপ দিলাম তোদের শুনরে নিমক হারাম
মাথা তুলে দাঁড়াতে পারবি না বদদোয়া দিলাম ।
গুলির রক্ত এখনো ঝরে দেখিস না যে তোরা
ক্ষতস্থানের যায়নি ব্যথা এখনো কাফন ভেজা ।


রচনাকালঃ-
২৭০১২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।