হঠাৎ করে রাত নিশিতে
ঘুম ভাঙ্গিয়া দেখলাম আমি
নাক ডাকিয়া ঘুমোয় তারা
উফ কি বিকট শব্দ ধ্বনি ।


ঘরবাহিরে কুকুর বসে
শিয়াল গুলো ওইনা দূরে
ডাকছে তারাও কোনসে দুঃখে
আমার সাথে জেগে আছে


হাওয়ায় দুলে জানান দিলো
গাছগাছালি উঠলো ঢুলে
তারাও জেগে এই নিশিতে
আমার ছড়ার ছন্দ হতে ।


হাঠাৎ আবার কিসের আওয়াজ
চোর বেটাও দিচ্ছে জবাব
লুট করিয়া গহনা জেবর
চুরির মালে সাজবে নবাব


ছিঃ ছিঃ সেকি বিকট গন্ধ
ছেড়েছে কেহ পেতে আনন্দ
শ্বাস কি করে নিইযে এখন
হয়েছে এখন বাতাস দূষণ ।


রচনাকালঃ-
১০০১২০১৮ খ্রিস্টাব্দ
উম আল কুইম, আরব আমিরাত ।