একটা বস্তির ঠিক মাঝখান দিয়ে সেই রাস্তা।
আমি সেই রাস্তা পার হবো ।
গরিব বলে যাদের লোকে বেশ্যা বলে ডাকে
আহারের জন্য যারা নিজের ইজ্জত বিক্রি করেছে
সেই তাদের বস্তির মাঝেই আমার পথ ।
হনহন করে হেঁটে চলা আমার কানে
কতরকমের আওয়াজ আসছে, সভ্যরা যাকে
ছেহঃ বিচ্ছিরি বলে ভেংচি কেটে থাকে ।
হারাম হারামের মার্কেটের কেউ হালাল
আহারের ব্যাবস্থা করেনি তাদের জন্য
কতশত ফতোয়া গলায় লটকে আছে
কবজে ভরা তাবিজের মাঝে ।
তথাকথিত কিছু মানবতাবাদীর আনাগোনা
মাঝেসাঝে দেখতে পাই,ছাঁইপাশ খাইয়ে
ওরাও নিজেদের আখের নিয়ে ব্যস্ত ।
আর মানবাধিকার?
সেখানে তো আচ্ছা শুয়ারের বাচ্চাদের বসবাস।
মল খেয়ে যাদের জীবন বাঁচে সে আর কি করবে?


রচনাকালঃ-
০৭০৫২০১৯ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।