এক সময়ের লাস্যময়ী সেই রূপসী
মাঝ বয়সের রূপবতী লীলাবতী,
বয়সধ্বসে এখন তাহার শত বিমারী
কদিন পরে হবে হয়তো কারো নানী ।


ছোকরারা সব বেহুঁশ হত যাকে দেখে
এখন তাহার গায়ের চামড়া কুঁচকে গেছে,
চেহারার ওই রূপ লাবন্য শুকিয়ে গেছে
এখন তাহার খবর কেহ নাহি রাখে ।


কলেজপথে যারা তখন শীঁস বাজাতো
কিংবা কখনো পথ আগলে দাড়িয়ে যেতো,
সেই তাহারা লাঠিতে ভর দিয়ে চলে
নয়তো নাতীর কাঁধে তাহার ভরসা রাখে ।


আকাশপানে তাকিয়ে বৃদ্ধ মুচকি হাসে
মনমাজারে পুরোনো সব স্মৃতি আঁকে,
কত কথা শত আশা আহ! বেদনা
সকল কিছুই এখন শুধু শত যতনা  ।


কবর তাকে ডাকছে এখন বারে বারে
হঠাৎ হয়তো একদিন ডাকে সাড়া দিয়ে
চলে যাবেন এই পৃথিবীর মায়া ছেড়ে
রেখে তাহার শত স্বপ্ন সবার মাঝে ।


রচনাকাল
১২১০২০১৮ খ্রীস্টাব্দ
আল নাহদা, শারজাহ, আরব আমিরাত