খাবলে খাব শরীর তোমার
রক্ত মাংস যা পারি,
বঙ্গদেশে জন্ম আমার
তাই তো আমি সব পারি ।


আমার পূর্ব যারা ছিল
ভালো ছিল সব শালা,
তাই তো আমি দুঃখ্যে মরি
মিটাই মনের সব জ্বালা ।


আমার হাতে নয় নিরাপদ
জাতি বর্ণ নির্বিশেষ,
আমি লাগাই ধর্মে দ্বন্দ্ব
করতে দেশের শান্তি শেষ।


চাইনা মানুষ শান্তিতে থাক
ভালো থাকুক সব মিলে,
ভাঙ্গবো তাদের সুখের প্রাচীর
বিভেদ তাদের বাড়িয়ে ।


শান্তি আমার লাগেনা ভালো
অশান্তিতে সুখ খুঁজি ,
লুটতরাজ সন্ত্রাস আমি
সুযোগ পেলে দেশ লুটি ।


রচনাকালঃ
০৯১১২০১৮ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।