ক্ষুধায় মরছি আমি,
পেট পুরে খাচ্ছ তুমি।


ফুতপাত থেকে রাজপথে,
সমাজ নেতার সব খাতে।
রক্ত আমার ঝরছে ভাইয়ের,
দুঃখ্য তোমার লাগবে কিসে?


গায়ে নাই আমার বস্ত্র,
তুমি,বুঝবে কি মোর কষ্ট?
বুকে মোর প্রচন্ড ব্যাথা,
আঁখিতে মোর অশ্রু ঠাশা।


তুমি দাও ফেলে ও-ই ডাস্টবিনে,
আমি খাই তা কুঁড়িয়ে।
কিছুই বলিনি আমি,
ওহে! হৃদয়হীনা ডাইনি।


............
স্বর্বস্বত্ব সংরক্ষিত