অহংকারী একটু আমি ,
              বাঙ্গালী বলে কথা।
সবার থেকে আলাদা আমি,
              বুকটা আমার উঁচা।


পশ্চিম থেকে আলাদা আমি
              সমাজতায় হ-ইনি।
ত্রিশ লক্ষ শহীদ আমার,
              তবুও মাথা নোয়াই নি।


আমার ছিলো মুজিব-উসমান
                      আরো ছিলো জিয়া।
যুদ্ধে আমি ঝাঁপিয়ে ছিলাম,
                      স্বাধীনতার লাগিয়া।


ষড়যন্ত্র কম করেনি,
                     আইয়ুব ইয়াহিয়া ভুট্টা।
ঘরেই আমার দুশমন ছিলো,
                     আল বদর-আশ শামছ দালালেরা।


(সংক্ষেপিত)
সর্বস্বত্ব সংরক্ষিত।