কি দেখছ,আয়নার সামনে দাঁড়িয়ে?
চেহারায় কেমন ভাঁজ পড়ে গেছে,
কি রুক্ষ ভাব,মনে হচ্ছে
কতদিন পরিচর্যা করা হয়নি।
না না,আসলে তা নয়
হাতের ঘড়িটার দিকে তাকাও!
কত দ্রুত গতিতে এগিয়ে চলছে সে।
ক্যালেন্ডারের পাতাগুলো পাল্টে
নতুন পাতা সংযোজিত হচ্ছে।
স্মৃতির পাতাকে পেছনে নিয়ে গেলে,
মনে হয়,এই তো সেই দিনের কথা।
দু'গালে টান দিয়ে কতজন বলতো,খোকা!
কেমন চলছে? তোমার পড়ালেখা।
মামা খালাদের আদর মাখা শাসন
নানা নানুর বকুনি,
হতচ্ছাড়া এখনো পড়তে বসনি?
বাবার রক্তচক্ষু,মায়ের পক্ষাবলম্বন,
সত্যিই  বিষণ মিস করছি সময়গুলো।
জীবনের তাগিদে আজ কে কোথায়,
সবাই আপন স্বপ্ন নিয়ে চলছি।
সবাইকে একসাথে হয়তো,
আর পাওয়া হবে না।
তবে স্মৃতির ডাইরির উপর
জমে থাকা ধুলোর মাঝে,
সবাইকে কেমন যেন,আজো দেখতে পাই।