শুদ্ধ ভাষায় অনেক কথা
যায়না বলা ওরে,
মাটির ভাষায় কথা বলি
মনটি উঝাড় করে।


শুদ্ধ ভাষায় সবার সাথে
যখন কথা বলি,
মনের মাঝে মাটির ভাষা
করে রোনাজারি।


প্রথম যেদিন আমার মুখে
ফুটেছিল কথা।
মিষ্টি সেই কথায় ছিল
আমার মাটির ছোঁয়া।


সফর শেষে ক্লান্ত হয়ে
যখন ফিরি ঘরে,
আমার মাটির সোঁদা গন্ধে
বুকটি যায় ভরে।


উৎসর্গঃ-
যারা নিজের আঞ্চলিক ভাষাকে প্রচণ্ড ভালোবাসে।
হোক সেটা অশুদ্ধ বা যুগের সাথে চলে না।


বেকেরে আঁর ফক্কেত্তুন ফেম ভালবাসা। :p