বঙ্গবন্ধু বলেছিল
মাথা নিচু করবিনা,
দাবী আদায় না হলে
কাউকেই ছাড়বিনা ।


বীরের জাতি বীরের বেশে
সর্ব জায়গার চলব,
যত বড় জালিম আসুক
দাবী আদায় করব ।


লাঠির ভয় দেখিয়ে আমায়
লাভ নাই লাভ নাই ,
বুক চেতিয়ে চলছি পথে
বুলেট বোমায় ভয় নাই ।


মা আমায় বলেছিল
ঘরে খোকা ফিরবি না,
রক্তের বন্যা বয়ে গেলেও
পিছু খোকা হটবি না ।


জন্ম সবুজ সোনার দেশে
স্বাধীন করেছে বীরেরা,
সেই দেশ শাসন করছে
ক্ষমতালিপ্সু কুত্তারা ।


পণ করেছি এবার মোরা
সাজাতে এই দেশটা কে,
বীরেরা সব উঠ'রে জেগে
আয়রে সবে রাজপথে ।


উৎসর্গঃ
পুনঃনির্মাণ কাজের সকল রাষ্ট্রীয় শ্রমিকদের, যারা উত্তরসূরি বায়ান্নর শহিদ ও গাজীদের ।


রচনাকালঃ-
০৩০৮২০১৮ খ্রীস্টাব্দ
আরব আমিরাত ।