চারিদিকে কেমন করে উড়ছে শকুনের ঝাক
হয়তো কিছু মরার গন্ধ পেয়েছে।
হ্যা তাই তো!আমি তো মরেই গিয়েছি
সেই কবে,যাহা স্মৃতি থেকে হারিয়েছি,বহুদিন হলো।
হঠাৎ কে যেন শুয়ে পড়ল মোর পাশে,
বলল-ওরা আমাকেও থাকতে দিলো না।
আমি কোন অপরাধী নই,নই কোন ডাকাত কিংবা সন্ত্রাসী
একটাই অপরাধ ছিলো,ছিলাম আমি মোসলমান।


ওরা মিথ্যা বলেছিলো আমার ধর্ম নিয়ে,
আমার রাসূল (সাঃ)নিয়ে,উম্মুল মু'মিনীনদের নিয়ে।
আমি ওদের মারতে যাইনি,না ছিলো কোন ক্ষমতার লোভ,
শুধু জোর গলায় রাষ্ট্রীয় ক্ষমতাবানদের আবেদন করেছিলাম,
ওরা শুনেনি আলেমদের কথা,
শুনেনি আমার মত হাজারো ধর্মপ্রাণ নবী প্রেমীকের কথা।


তুমি শুধু আমাকেই দেখছ?
বোয়নটের আঘাতে জর্জরিত আমি একা ন-ই,
ঐ দেখ আমার ভাইয়ের লাশগুলো,
কেমন পড়ে আছে নর্দমায়,ডাষ্টবিন,ড্রেনেজে।
নেবে না প্রতিশোধ?
শাপলা রেখে এসেছি ভিজিয়ে
রক্ত দিয়ে হাজার শহীদের।


রচনাকালঃ-০৯/০৪/২০১৬
শারজাহ্‌,সংযুক্ত আরব আমিরাত।


সর্বস্বত্ব সংরক্ষিত