রাস্তার ধারে হাটছি, নিরব নির্বিকার
কেউ ধাক্কা দিয়ে চলে,কেউ দুঃখিত ও বলে
কিছু মানুষ পাগল বলে গালমন্দ করে;
আমার খারাপ লাগেনা, আমি অভ্যস্ত ।
কেউ গালি দিলে আমার প্রচণ্ড হাসি পায়
শিক্ষিত মানুষ, কেউ ভদ্রতা শেখায়নি  
শেখায়নি কিভাবে চলতে হয়, হা হা;
ওরা বড় মানুষী দাবী করে ফেরে ।
ঝটলা পাঁকতে দেখলে,আমি দাঁড়িয়ে যাই
কি হচ্ছে, তামাশা দেখতে
বিনে পয়সায় নাটক উপভোগ, ভালোই লাগে ।
ওদিকে নাটকের চরিত্র রচনা হচ্ছে
আর এদিকটায়, পকেটমার তার কর্মে ব্যস্ত ।
বড়ই আজিব এ ভুবন, বড়ই আজীব;
পাশকেটে যাওয়া সাহেবকে দেখছি,
আহা! কি শুভাস, মনে হচ্ছে ফুলের রস মেখে চলছে
ভাবলাম মনটাও তেমন,সেকি তিন চাকাওয়ালার সাথে
একেমন আচরণ, ছিঃ ছিঃ, নাক সিটকাইলাম ।
বাচ্চাগুলো বড্ড দুষ্টুমি করে
আমায় পাগাল বলে সাব্যস্ত করতে চায় ;
নাহ! ভালোও ভাসে, একেবারে মন্দ নয় ।
ওদের নিয়ে চিন্তা হয়, এ দূষিত সমাজে বেড়ে উঠে,
ওরাও যদি এমন হয়ে যায়?
না না! ওরা এমন হবে না, স্বপ্ন দেখি ।
তখন না হয় অন্য শহরে চলে যাব,

শহর ছেড়ে, দূরে কোথাও ।
গন্তব্যহীন যাযাবর, তুমি চিন্তা করোনা  ।


রচনাকালঃ-
১০০১২০১৮ খ্রিস্টাব্দ
শারজাহ, আরব আমিরাত ।