স্ট্রিট লাইটের আলোতে
নিজের ছায়াকে নিয়ে হাটছি ।
ঘুমন্ত শহরের কিছু ঘরে এখনো লাইট জ্বলছে ;
আলোতে আমার ছায়া, ছায়ামূর্তি হয়ে দেখা দেয়,
অতঃপর ফের ফ্যাকাসে হয়ে যায় ।
দিনের ব্যস্ততম সড়ক এখন প্রায় জনমানবশূন্য,
কিছু খেটে খাওয়া মানুষ এখনো দেখা যায়
আবছা আলোতে, কাজ থেকে ফিরছে ।
একেলা আমি ছায়ার সাথে কথা বলি,
সুখ দুঃখের আলাপন, কিছু হাসির কথন ।
দূরে কোথাও বিড়াল কাঁদছে ,
কিছু ঝুটেনি মনে হয় আজ ;
ক্ষুধার্ত থেকেই রাত কেটে যাবে ।
এ শহর উন্নত,তাই গরিবের ঠাঁই হয়না ফুটফাতে
যদিও গরিবের কান্নাধ্বনি শুনতে পাওয়া যায় কান পাতলেই ।


রচনাকালঃ
০৬০৪২০১৮ খ্রিস্টীয় সন
শারজাহ, আরব আমিরাত ।