আগুনে পোড়া মন
তোর আগুনে দহন,
কিসের লাগিয়া দেখিস
স্বপন, হবে কি তা পূরণ ।
আগুনে পোড়া মন


ধোঁয়াশা ভুবনে হাটছি একা
আপন বলে কেউ নেই,
হন্য হয়ে খুঁজেছে তারে
হারিয়েছি এখন খেঁই


আগুনে পোড়া মন
তোর কেহ নাই আপন


স্রোতহীন নদে নাউ ভাসিয়ে
হয়েছি সর্বহারা
কূল খুঁজে পাই কি করে
আমি মাঝি দিশেহারা ।


আগুনে পোড়া মন
তোর হবে অকালে মরণ ।


ঝরাপাতা যেমন বাতাসে উড়ে
আমিও উড়ছি তেমন
কোথাও হয়তো পড়বো গিয়ে
সেথায় হবে দাফন ।


আগুনে পোড়া মন
মাটিই তোর আপন ।


রচনাকালঃ-
২৩১২২০১৭ খ্রিস্টাব্দ
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ।