কাঁদা মাটি গায়ে মেখে
খুন রাঙা পথ পাড়ি দিয়ে,
লাল সবুজের এই পতাকা
ছিনিয়ে আমরা এনেছি ।


হয়েছি আমি ছন্নছাড়া
ঘর হারিয়ে দিশেহারা,
বোন মরেছে সামনে আমার
ডুকরে ডুকরে বুক ফাটিয়ে কেঁদেছি ।


হানাদারে ক্লাসিনকোভের
বিদ্ধ গুলি বুকে বাপের,
অসহায়ের মত মোরা
তাকিয়ে শুধু দেখেছি ।


ভাইকে আমার সাথে নিয়ে
মায়ের মায়া ভুলিয়ে তাকে,
বোনের লাশের বদলা নিতে
ময়দানেতে রক্ত কত ঢেলেছি ।


নয়টি মাসের রক্তক্ষয়ী
যুদ্ধে আমার লক্ষ শহীদ,
দেশের জন্য এই পতাকা
ছিনিয়ে আমরা এনেছি ।


এই পতাকা বুকে নিয়ে
বিশ্ব সভায় বীরদর্পে
সবার সাথে কাঁদ মিলিয়ে
মাথা উচু করে আজ দাঁড়িয়েছি ।


রচনাকালঃ-
১৮১২২০১৭ খ্রিস্টাব্দ
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত ।