আমার মাঠে ব্যাঙ ডাকে না
মানুষ ডাকে ঘ্যাঙরঘ্যাঙ,
ঘুমের ঘোরে নাকের আওয়াজ
শুনে মেজাজ চ্যাঙরচ্যাঙ ।


এই যেন কে ভাষণ দিলো
বিশাল কেহ সে,
তাকিয়ে দেখি ঘুমে বিভোর
পড়ে বিছানা তে ।


কার্পেটে তে শু'লাম আমি
ঢালা বিছানা,
দু'ভাগনে জড়িয়ে ধরেছে
মনে হয় মায়া?


হঠাৎ আমি কম্বল খুঁজি
রাত বিরাতে উঠে,
উফ কি দেখি কম্বল আমার
তিসরা জনের গায়ে ।


এই হলো ভাই আমার রাতের
নিত্যতার বর্ণনা,
শান্তি নাইরে কোথাও রে ভাই
রাতের ঘুমেও না ।


রচনাকালঃ-
২২০৩২০১৯ খ্রিস্টাব্দ
আজমান,আরব আমিরাত ।