ঘুমোতে যাওয়ার ঠিক পূর্বে
তোমার ছবিখানা ভেসে উঠলো
মোবাইলের পুরো স্ক্রিনজুড়ে শুধু তুমি আর তুমি
ঈষৎ হেসে আলো নিভিয়ে দিলাম
ফের কি যেন ভেবে আলোটা জ্বালিয়ে দেখলাম,
নাহ, তুমি নেই! তাহলে কি আমি ভুল দেখেছি?
কি জানি!
আজকাল হঠাৎ কি যেন রোগে পেয়ে বসেছে;
তোমার রোগ,নচেৎ এমন হবে কেন?
মাঝেসাঝে গভীর ঘুমে যখন আচ্ছন্ন
দেখি,তুমি এসে হাজির ।
আমি হেসে উঠি,মন নেচে উঠে ;
আমি হাত বাড়িয়ে তোমার ছোঁয়া নিতে চাই
অনুভব করতে চাই নিজের মতো করে
কিন্তু কেন যেন তোমায় ছুঁতে পারিনা,
ফের হাত বাড়িয়ে দেখি
তুমি নাই, তাহলে কি এটা ভ্রম ছিলো?
স্বপ্নভ্রম?
চোখ খুলে যায়,দেখি! চারিদিকে ঘন অন্ধকার
ফের হাসি, দীর্ঘশ্বাসের হাসি
যে হাসিতে থাকে তোমায় না পাওয়ার বেদনা
কি জানি আরো কত কিছু, আমি ফের চোখবুঁজে
ব্যর্থ চেষ্টায় লিপ্ত হই,যদি ফের আসো?


রচনাকালঃ-
০৬০২২০১৯ খ্রিস্টাব্দ
আজমান, আরব আমিরাত ।