নিশ্চয়ই,কোনও এক নির্মক্ষিক প্রান্তরে
কোনও ক্ষিতিজ রেখায় ,
আউশের ঝাড় আঁকড়ে বাঁচে
আমার প্রলম্বিত স্বপ্ন।


সেখানে চন্দ্রাতপের বিমুগ্ধ উদ্ভাস
বাতাসের আলপথ বেয়ে সুচারু
ধেয়ে আসে;অনুদ্বিগ্ন ফসলের মাঝে-
বাঁচিয়ে রাখে,আমার সমৃদ্ধসূচক প্ররোহ।


দৌর্মনস্য পরিচ্ছেদের পাতা উল্টিয়ে-
সেই বিকীর্যমান রামধনুর উপকন্ঠে,
আমার গন্তব্য স্থির করেছি!


এখন,আমাকে খুঁজে নিতেই হবে,সেই
সুষুপ্ত পথ,পেরোতে হবে-
অবরুদ্ধ প্রান্তর;তিতিক্ষাজনিত-
শক্তি,মুক্তির অন্তর্লীন উচ্ছাসে!
কোনো সুস্পষ্ট বিভাজিকার-
অভিশঙ্কা আর নয়;অদ্বৈধ,আগামী উত্তরণ