ডাক


সেই চেনা জানা প্রহরে
রাতপাখির ডাক,কুহুক।
হঠাৎ বুকে এসে বিঁধলো আবার,
স্টেশন ছাড়ার পর শেষ ট্রেন।


ও আমাকে আগেও ডেকেছে
সন্তর্পনে,কেউ জানেনি কখনো;
মোমের আলোয় আলগা শুয়ে-
থাকা প্রান,কেঁপে উঠেছে বারবার।


আঙুলের স্পর্ধায় তারা গোনা
বারন।পিছনে বিপদ,সামনে
সংগ্রাম।ফুলের গন্ধে,চাঁদের-
অনুষ্ঠানে যাওয়া ছেড়েছি,বহুকাল।


আজ যেন মনে হলো সাড়া দিই।
কাছে দূরে গোলাপি জলের ঢেউ ।
নিদ্রাহত রাতে একলা পায়চারি
করার সময়টুকু তোমায় দিলাম।।।