কবিতা এখন দু'ভাবেই আসে
একে 'তুমি' স্থির সম্বোধন-
রূপ বিভিন্ন,দুয়ে চন্দ্র,
তিনে নক্ষত্র।আসলে যেমন
বয়স,চিন্তারা যে স্রোতে ভাসে।


দুরন্ত প্রপেলার,অরোধ্য নাবিক।
জাগতিক সব রূপ-রস-গন্ধ
চেখে নেওয়ার দুর্গম প্রয়াস।
মহাচৌম্বকীয় নোঙ্গরের সন্ধান পাওয়ার আগে-
পর্যন্ত বন্দরে বন্দরে গতিক্রম বজায় থাকবে।