তার কিই বা যায় আসে,
যখন শেষোক্ত পথ করা নাড়ে;
প্রাচীন সে,যুথচারী জলমুক।
অজস্র,অজ্ঞাত অনূপের নিখাদ প্রশ্রয়ে
বাড়িয়ে নিয়েছে দেহভার,নধর-
ঝরে পড়বে,ভীষণ উপোসি পিঠে
তুমুল প্রাবৃট;নিঃশেষ।


নিদাঘ মুক্ত শ্যামলীমার দীর্ঘ-
পরিণাহ বিষাদহীন;আর্দ্র পাখির
ব্যস্ত ডানা ঝাপ্টানো বিনিশ্চিত
অভিষঙ্গের পরিচায়ক নয়।কোথাও
কোনো প্রবোধ বাক্য থাকবেনা;বাতাসে
আবার পুনঃপুনঃ ধুলো খেলা করবে।


প্রকৃতি বিদিত আপন নিয়ম,
মানুষেরই কেবল অনাদ্যন্ত মায়া।।।