জানালার ফাঁক দিয়ে দেখেছি পাখিদের ঘুম ভাঙা ভোরবেলা -
কিচিরমিচির শব্দে তারা উড়ে গেছে অজানার দেশে,
আমিও উড়ে গেছি বহুদূর সাথে সাথে,
বসেছি আমি আম-জাম-কাঁঠাল আর ডুমুরের ডালে,
বটের গন্ধ মেখে উড়েছি মলিন বাতাসে ।
চাষার গোয়াল ঘরে আমি খুঁজেছি ক্ষুদের গন্ধ নবান্নের রাতে,
পৃথিবীর সব ধান, গম আর ভুট্টার ক্ষেতে গেছি আমি,
কোনদিন হারিয়ে গেছি ভেসে ভেসে নীল কুয়াশার মাঠে,
পৌষের নিঝুম রাতে আমি ফিরেছি-
ফিরেছি অন্ধকার বিছানার মতো নীড়ে ।
ঝিরঝির শিশিরের শব্দ আমি শুনেছি -
হিমেল রাতে, আধবোজা চোখে একাএকা ।
সবুজ পাতায় মুখ গুঁজে জেগেছি আমি,
জেগেছি শ্রাবণের বর্ষণমূখর ভোরে ।