আমি রুপসীর হাত ছুঁয়ে ছুঁয়ে খুঁজেছি পৃথিবীকে,
জীবন সমুদ্রে ভেসে ভেসে খুঁজেছি ভালোবাসাকে |
প্রেমিক হতে চেয়েছি বারেবারে,
কিন্তু প্রেয়সীর শরীরে বারেবারে-
পেয়েছি শুধুই এক কৃত্রিম গন্ধ,
এই ছবি, এই ঘ্রাণ আমার বড়ই অচেনা|
আমি চাই কচি ঘাসের মতো ভালোবাসা,
সেই ভালোবাসা হরিণের মতো ছিঁড়ে ছিঁড়ে -
কখনও বা পায়ে মাড়িয়ে|
আমি মিলেমিশে একাকার হয়ে যেতে চেয়েছি তার সাথে| হ্যাঁ, তার সাথে| সেই রুপসীর সাথে|
ঘাসের মতো ভালোবাসা আমার বুকে|
সাগরের মতো ভেসে ভেসে, ঢেউয়ের উচ্ছ্বাসে যে ভালবাসা,
যে ভালবাসা সুদূর পাহাড়ের কোনও নির্জন রিসর্টে,
দুই- এক দিনের ছুটিতে হলিডে-হোমে জঙ্গলের গভীরে,
এরকম আরও অনেক ভালবাসা আছে আমি জানি,
এসব ক্ষীণ ভালোবাসা কোনোদিন কী চেয়েছি আমি!
তবে তুমি কেনো ঘাস হতে পারো নি ?
পৃথিবীর কোনও নারীই পারে নি যেমন আমি কখনোই প্রেমিক হতে পারি নি|
আমি হরিণ বা ঘাস ফড়িং হলেও হতে পারতাম কিন্তু প্রেমিক! হতে পারি নি|
তুমি যদি গাছ হতে চাও তাহলে আমিও আকাশ হবো|
ঝড় বা মেঘ হলেও হতে পারি, কিন্তু প্রেমিক ! হতে পারি নি|
প্রেমিক সবাই হতে পারে না! ঠিক যেমন পৃথিবীর কোনও নারী আজও ঘাস হতে পারে নি|