চৈত্রের সেলে কবে দ্খেছি যে এক মেয়ে -
সাদা চুড়িদার গায়ে তার,
হরিনীর মতো চোখে চেয়েছিল -
চোখাচোখি হয় নি সেদিন
তবু যেন সব কিছু চেয়ছি
আমি হরিনীর চোখে ব্যাকুলতা দেখে
ছুটে যাওয়া প্রেমিক হরিণের মতো কোন ভালোবাসা চৈত্রের সেলে ।
শিকারের তীরে যত ক্লেদ আছে,
শীতের আকাশে ভাসমান তারাদের বেগে পৃথিবীতে আসে -
ছুটে আসে ।
পৃথিবীর বুকে ক্লেদ আর ঘৃনা দেখেছি কতোবার
তবু আমি ভালোবাসি মাঠ-ঘাট-কাশফুল
আর হরিনীর দল ।
হরিনীর ভীড়ে আমি যাই নি কোনও দিন,
শুধু চোখে চোখে চাওয়া-চওয়ি যতটুকু চৈত্রের সেলে তারে আমি ভালোবাসা বলি,
যদি ক্লান্ত হরিণের মতো শুয়ে থাকি-
কোন শরতের প্রাতে,
তোমার শরীরের ঘ্রাণে সাড়া দিতে পারি তবে কচি ঘাসে আর কাশে ,
তাকি ভালোবাসা নয় প্রিয়া !