সারারাত বৃষ্টিতে ভিজেছে-
আম - জাম- লিচু আর কাঁঠালের বাগান |
জলে থৈ থৈ এই মাটি
প্রেয়সীর ঠোঁটের মতো তার রঙ|
আমিও একদিন এই বৃষ্টির মতো এই মাটিতে,
আবার কখনও মেঘে মেঘে ভেসেছি অনেক কাল,
প্রেয়সীর ভেজা ঠোঁট-
আরও ভিজে যায়,
হয়ে গেছে আরও লাল|
পদ্মের মত ছিল সে কোনও কাল,
তারপর আরও কত কাল কেটে গেলো -
পদ্মের পাতার মতো কোমল ছিল তার হাত,
আমি শিশিরের মতো গড়াতে চেয়েছি ভালবেসে|
এক পলকের মতো গোপনে যদি একবার ছুঁয়ে,
একবার এতটুকু ভালোবেসে,
তাও কি পাবার নাই অধিকার !
পৃথিবীতে ভালোবেসে এতটুকু চাওয়াও কি বড়ো অপরাধ ?
পাপড়ির মতো চোখ নেড়ে দূরে চলে গেল,
তুমি লুকিয়ে লুকিয়ে কাটালে কতকাল,
আমিও অনন্তকাল জুড়ে লিখে গেলাম তোমাকে না পাওয়ার কবিতা |
সারারাত বৃষ্টির জলে ঝরে পড়েছে সব ফুল,
সকালে উঠে দেখি ঠিক যেন তারই ভেজা চুল |
তুলে নিয়েছি দুহাত ভরে, আশ্বিনের ভোরে -
যখন উড়ে যায় সাদা ধবল বক -
তার ডানা মেলে,
আকাশে ছড়ায়েছে মেঘের ঘ্রাণ|
বুক জুড়ে পেয়েছি আমি তার নিশ্বাস,
পালকের মতো নরম তার মন|
পাখির চোখের মতো ধীরে ধীরে চেয়ে -
সে উড়ে গেছে বহুদূরে আশ্বিনের ভোরে |