তারে ভেবে অনুভবে যায়রে কেবল বাঁচা
দেহ আমার রবে পড়ে, শুধু শূন্য খাঁচা
প্রাণহীন পাখি আমি কেউ দেখে না চেয়ে
অঝোর ধারায় ঝরছে পানি নয়ন দুটি বেয়ে
কেউ দেখে না চেয়ে আমায়, কেউ দেখে না চেয়ে।


ফুলের মত ফুটে আবার, যাচ্ছি আমি ঝরে
হয়ত স্বজন কাঁদবে কেউ আমায় মনে করে
ভুলের কথা ফুলে গেঁথে স্মরন কর গেয়ে
কেউ দেখে না চেয়ে আমায়, কেউ দেখে না চেয়ে।


আঁধার রাতের চাঁদ হব না মান হব না মনে
তোমার দুখের ঢেউ হব হব না ভেসে যাব বানে
ভুবন মাঝে রইবে সবি তরী যাবে বয়ে
কেউ দেখে না চেয়ে আমায়, কেউ দেখে না চেয়ে।