বৃষ্টি নাচে টাপুর টুপুর চিংড়ি পোকার খোল
দেয়া ওঠে হঠাৎ জ্বলে আকাশ কোণে ঢোল
হাওয়া থামে দাওয়ায় এসে বাতি নিভু নিভু
রাতের মাঝে চাঁদ হাসে রঙ্গিলা পূর্ণিমার ঢিবু।


জোয়ার এলে ওঠে ফুলে ভরা নদীর বান
তারি পাশে অলস বেশে শেষ বিকেলে গান
দোলনচাঁপা কাঁপা কাঁপা ওঠে সুর বেজে
অশ্ব হেঁকে বাংলায় আসে ভর বসন্ত সেজে।


চাঁদ পালকি বাঁশ বাগানে ভোরে গো বিকি
শিশির মালায় দরাদরি আধা কি সিকি
কনকলতা কত কথা মন পবনে বাঁধে
মেঘের ডানায় ভাসিয়ে চিঠি উড়ায় নীল চাঁদে।


আকাশ ছেপে কেঁপে কেঁপে আসে স্বর্গের দূত
তার গুণ অমনি হায় নাইকো রূপের খুঁত
যখন আমি থাকবো না হায় সে ভাবনায় কাঁদি
হাসায় আমায় অবাক করে পল্লীর সুরখানি বাঁধি।


বাংলাতে গদ্য ধ্বনি সুবাস টানি শ্বাসে
জনম জনম পরজনম রইব তারি পাশে
ধরণীর মায়ায় বাঁধা তরুণী ওহে আকাশ নীলা
ডেকে ডেকে পূর্ণ কর আমার জীবন লীলা।