উর্বর দেশের ফসল আমি, হাতের মুঠোয় ধরা আছে
স্বনীল স্বপ্নের দিবসগামি, রক্তের চেয়েও অনেক দামি
সোনালী শ্যামল, রসোবিধ আমার এ জন্মভূমি
মাঠের রাজা শাসন করি, ঋতুর কালে কালে
চোখে শীতল অশ্রু ঝরে, ফসল ঘরে তুলে
মায়ের সাথে মিশে আছে, তাজা সবুজ প্রাণ
ঘর থেকে টেনে নেয়, দিতে সুখের ঘ্রাণ।


চৈত্র রোদে ঝিলিমিলি করে, গতরের সিক্ত চুয়ানো ঘাম
বীরের মত বাঁচি লড়ে, ক্ষুধার সাথে যুদ্ধ করে
মাঠের বুকে ঘাসের ডগায়, খোদাই আছে মোর নাম
আজ যতকাল আছি বেঁচে, বদ্ধ দুয়ার ক্ষিপ্তে ঘুচে
আমন ধানের মরা লাশে, মরণ পাশে এক গোলায়
স্বপ্ন আমি বাঁধি, রাত জাগা কুটুম ডাকা
নিঝুম ভোরের পাখি, এক মুঠো অন্ন জোটার জয়োল্লাসে।


আগুন জ্বলে গগণ তলে, লাঙল ধরে খুড়ি মাটি
তিলে তিলে ফসল গড়াই এক কণা
কোন আদরে দেবে ধরা, নেই তোমাদের জানা
সবার চেয়ে মোর জনম খাঁটি, না হোক ফুলে পরিপাটী
সবার চেয়ে মোর জনম খাঁটি।


যত গর্ব ঝরে লোনা জলে, মাটির কোলে ঢেলে
নিদ্রা কাটে বেদম নেশায়, অসম দুঃখ মেলে
ভিড়ে বাঁধে যাতনা, মোর বুকে ভাবনা
মন যতই কাঁদোনা, দানে মিলাই সান্ত্বনা
তৃপ্ত মনে ঘুমিয়ে পড়ে, ক্ষুধায় পেট ঠাসা
অন্ন দানে খুঁজি বনে, আহারের বাসা।


তবুও কৃষ্ণ মাটির বুকে, পাই বাঁচার আশা
মায়ার টানে গানে গানে, কঠিন ধ্যানের ভাষা
ওগো আমিই সেই নবীন চাষা।