নহে সাধারন কহে গো রাণী
তোমার মহিমায় তোমারে চিনি
কোকিল যদি নাহি ডাকে
ফুল না ফোটে শাঁখে
তুমি বসন্ত তাহা না মানি
অপেক্ষার সুরে চেয়ে আজি
হৃদয় সাঁজাও বধূ সাজি
এই ফাগুনে স্বপ্ন জাল বুনি।


ছড়াও রং হলুদ গায়ে
হিজল বনে, আলতা পায়ে
প্রান ফিরে এল ধরে
শিশির কণা ঝরে পড়ে
মর্মরে ওড়ে পাতার চিঠি
কি আনন্দ মুঠি মুঠি
আকাশ জুড়ে সুখের প্রতিধ্বনি
নতুন দিনের সওদা কিনি।


তুমি আর নীলে
দুজনে মিলে
ঝুমকো লতায় গাথো বেণী
এমন অপরূপ
মন রাঙ্গে ছুপছুপ
তুমি চিরদিনি।


হলুদ ছোঁয়া পাতায় পাতায়
ছন্দ ওড়ে মনের খাতায়
ভোরের হাওয়ায় চাঁপা দোলে
জুই নাচে হিজল তলে
নয়ন পোড়া অমন ক্ষুধার রুপ
ঝগড়া করতে বাসনা জাগে খুব।


রসের বিপ্লবী গৃহ করলে ত্যাগ
মায়াবতী গোস্বা করে হবো গো বিবাগ
অযুত বসন্তের দুয়ার অমনি খুলে
কথা দাও আর যাবেনা আমা হতে পলে
সুরে সুরে সুখের আবেশে উঠছে ঝংকার
আজি ডুববে সকল ব্যাথাময় শঙ্কার।