কেন এলে প্রিয়তম? মরুময় বুকে প্রশান্তির বার্তা নিয়ে, তেপান্তরে
ভেসে যাওয়া গোধূলি লগ্নে। আমি এখনো প্রতীক্ষায় পৃথিবীর দুয়ারে
দাঁড়ায়ে তোমায় সু-স্বাগতম জানাতে। অনন্ত প্রেমের আবহমান বার্তা
নিয়ে, মর্মর বর্ণময় শ্যামল বনে, সংগোপনে মিটিয়ে যাও, সকল
চাওয়া পাওয়ার লেনা দেনা। নীল ডানায় চেপে পৃথিবীর ম্লান হওয়া
বুকে প্রান জাগাতে, আজি কেন নয়ন মেলে প্রিয়তম? কলকলে
বয়ে চলা ঝর্নার শ্বাসে, গতির নেশায় টালমাটাল লোনা জল। সাগরের
ঢেউ চিরে ওড়া বলাকার অমরত্ব খেলায়, গল্পের পরী হয়ে ডানার
ভেলায় ভেসে এলে, কে গো চেনা সুন্দরী প্রিয়তম?


আম্রমুকুলে ছেয়ে থাকা গন্ধ বিলাসী প্রেমের আওভানে ঘুমটা খুলে হাজির
হলে তুমি। তোমার পাটের শাড়িতে এখনো লেগে আছে ধূপের গন্ধ
চিল ওড়া সোনালী ধান ক্ষেতে মেখে যাও আবীর পরশ। ঘাসের বিছানায়
নির্লিপ্ত ঘুমের রেশে জেগে থাকি, দিনের আলো লুকোচুরি  খেলে মেঘের
আড়ালে। আকাশের মায়া কান্নায় হই আপ্লুত, হই বিবাগী, নাগিনীর মত
ফণা তুলে, বসন্তের মত ঘুমটা খুলে, বাঁকা হাসির অন্তরজালে কালের
আবর্তনে কালো আঁধার ধুয়ে সুখের রং ঢেলে যাও পরম মমতায়। আদ্র কুসুম
ভেজা স্বপ্ন চোরা মাকড়সার জালে আমায় বেঁধে নাও, নাও ভাসিয়ে
নাও হৃদয় গ্রাসি প্রেমের জোয়ারে। ধূসর জীবন রাঙ্গিয়ে নাও, মিটমিটে
জোনাকির আলোয়, নিঃশব্দে হেটে চলা হৃদয় প্রাঙ্গণে জেগেছে তীর
ভাঙা বয়ে চলা গঙ্গার স্রোত।


অখ্যাত মাঝি খ্যাতির আশায়, হাতে বৈঠা নিয়ে বুক ফুলে দাঁড়ায়, অশান্ত
নদী পাড়ি দেয়ার বাসনা নিয়ে। আমি শুদ্ধতার স্নান সেরে গাই তোমারি
গান, নতুন দিনে সেই চিরচেনা কণ্ঠের পুরনো আওভান। গায়ে জড়ানো নীলাম্বরী
সাঁজ, খোঁপায় জবা ফুলের দোল, পায়ে নূপুরের রিনিঝিনি  কাজল চোখের
মুগ্ধতায়, হয়েছি আততায়ীর অস্ত্রে গুলিবিদ্ধ যুবকের লাশ, কেউ কখন করেনি
হত্যার প্রতিবাদ। তোমার সাথে সম্মুখ যুদ্ধে আমি পরাস্ত্র এক সৈনিক।
প্রেমের স্লোগানে ছরিয়েছে তোমার বিদগ্ধ হাসির বারুদ।


এক মুঠো রোদ্দুর  ছুঁয়ে, বুক টানটান করে পৃথিবীর ঠোঁটে  করেছি চুম্বন।
গোলাপি রুমালে রক্ত দিয়ে চিঠি লিখে, ফুটন্ত জ্যোৎস্নার খামে ভরে, উড়িয়েছি  
কৃষ্ণ পাহাড়ের চূড়ায়, ঘুমিয়ে থাকা প্রজাপতির দেশে। ক্লান্ত মনে দগ্ধ
রজনীর পাড় হতে, আকুল প্রার্থনায় তোমায় ফিরে পাওয়ার আশা রাখি হে
মেঘপরী। সকল আঁধারকে কালি বানিয়ে, শুভ্র নখের ছোঁয়ায় সুখ স্মৃতি
নিয়ে চিঠির উত্তর দিও, প্রিয়তম। না হয় সোনালী নক্ষত্র ঝরে পড়া, পৃথিবীর
বুকে চলবে শুষ্কতার বিক্ষোভ।