মেঘলা দিনে মেঘলা মনে, তুমি শীতল শিহরণ
সোনালী সুখের বৃষ্টি জলে, ভিজতে সংবরণ
তোমার মাঝে কত খেলা, কাজল নয়ন দেখে
আকাশ নীলে বজ্র মেঘে, তোমায় যাইগো এঁকে।


বন বনানী পাহাড় নদী, বিশ্ব ধরা আকুল
স্বপ্নে এসে দাওগো দেখা, উদাসী আজ ব্যাকুল
মেহেদী রাঙ্গা হাত রেখে, বিশ্ব হবো পার
প্রভুর কাছ থেকে তোমায়, করেছি যে ধার।


নীল নয়না মেঘ পরী, কোথায় কর বাস?
হৃদয়ের বাঁধনে বাঁধা পড়ে, হয়েছি প্রেমের দাস
শাপলা ভরা শালিক বিলে, যখন তুমি ওড়
দূর আকাশে গোধূলি বেলা, প্রশান্তি হয়ে ঝর।


তোমার মাঝে খেলবো বলে,যাই হারিয়ে আমি
ছুঁতে গেলেই যাওযে মিলে, ভাবছি কত দামি
নূপুর যদি নাহি পড়, কোথায় ভাসে সুর?
হৃদয় আঙ্গিনায় তোমারি খেলা, কে বলেরে দূর।  


শোন বলি সেই কথা, যা তুমি চাও
ভালোবেসে ভালোবেসে, আপন করে নাও
দূর গাঁয়ে থাকো তুমি, নেমে আসো বুকে
যবে না দেখা হয়, চৈত্রে মরি শোকে।


তোমার মাঝেই ঢেউ বয়, চলে সমুদ্দুর
ঈশান কোনে খেলা করে, মাঘী রোদ্দুর  
ভাবনা দোল দুলে আজ, কেটে যায় বেলা
মেঘলা দিনে গানে গানে, করে যাও খেলা।