যে কবির হৃদয় হতে
ছুটল ছন্দ ধারা
বন্দী সবে মুক্তি পেল
শূন্য হল কারা
যার কণ্ঠে উঠল ফুটে
মানবতার বাণী
তার হাসিতে ডুবল চুপে
জমানো ব্যাথার গ্লানি।


আমার জন্য কান্না দেখে
নিন্দুকেরা ছুটল পিছে
চাইনি তোমায় তাদের মত
পারাপার হল মিছে
কুয়াশায় আশা রইল ঢাকা
তারি মাঝে ডুবে
উকিল হইও ভাঙতে শিকল
দয়ার সাগর রূপে।


মানব কূলে পথ দেখাল
আঘাত বুকে সহি
নিঃস্ব হব রসূল প্রেমে
তার বন্দনা গাহি।