ওগো অভিমানী, চঞ্চল হরিণী
হৃদয় আমার করেছ তোলপাড়
তোমায় নিয়ে, ভাবতে গিয়ে
ক্ষান্ত দিয়ে সকল কাজ, পাইনে অবসর।
স্বপ্ন দিয়ে মালা গাঁথি
মনের দেয়ালে ছবি বাঁধি
অপলক দৃষ্টিতে রয়েছ তেকে
সুখ দিয়ে আমায় কি দিলে এঁকে?


নয়নে আমার কত রাত? কড়া নেড়ে দ্বারে
এসে বারে বারে, চলে গেছে দূরে
পালকি বয়ে এসেছে প্রভাত, তবু আসেনিতো ঘুম
ষড় রঙে পাইনি আজো, আদর ভরা দুম...
এসো হে ফিরে লাল নীল এই সংসারে।
ঝুমুর পায়ে অমর সাজো, মাতাল কর বাদল দিনে
রুম ঝুম ঝুম নৃত্য বাজে, কূল পাইনে তোমা বিনে।


আজ পড়ে থাক অজানায়, হয়ে যাওয়া ভুল
নব উদ্দম্যে পুতব, হৃদয় গভীরে মায়ার মূল
দুটি ফুল এক হোক, হারিয়ে যাক দুঃখ শোক
ধরায় সূচি হোক প্রীতি
অবসরে দুজন মিলে, গাইব মিলন গীতি।