মননে গেঁথে আছ হে প্রিয় কবি সমুদ্দুর লহরী
তোমার কাব্যের নিখুঁত বুননে ছড়েছে অপরুপ মাধুরী
চোখের আড়াল করে ভুলাতে পারেনি তোমার মায়া
বিধুর নয়নে ক্ষণে ক্ষণে হৃদয়ে ভাসে কবি বন্ধুর ছায়া।


কথা হয় পাতায় পাতায়, ছন্দের গন্ধে মন উতলা
ভাবুক মনে জড়িয়ে আমায়, গোপনে করে যাও খেলা
কেউ জানে না হলুদ পাতায় নির্জনে কি কথা লেখ!
ভাসা মেঘে লুকিয়ে ডেকে, কেবল আড়াল করে রাখ।


কে বলে তুমি নেই, আমি জল মুছেছি তোমার দেখায়
ফিরে আসো ঢেউ খেলা ফসল মাঠে, পাখির ডানায়
ভোরের আলো ভরা, ভুবন মাঝে দুজন মিলে গাইব
শুধু তোমার থেকে আজো আমি, একটি কবিতা চাইব।