পৃথিবীর কোলাহল ছেড়ে
মাতৃগর্ভে চলে গেছে সূর্য
আকাশের গায়ে ঠেস দিয়ে
দাড়িয়ে আছে শুকতারা।


আমি রোদের আলোয় মেলে দেখি
আমার ভিতরে কত অন্ধকার!!!


দুরে থেকো দুর সীমানায়, পৃথিবীর ওপাড়ে
সাঝ প্রাতে নাহয়, ভুলে যেও ক্ষ্যাপারে।


কেও হয়তো জানেই না তুমি কে?
তুমি হলে আগামীর চেতনা
যার খেয়াল আছে
হৃদয় মাঝে কোন দেয়াল নেই।


দেখিতে আসিয়া বন্ধু,  যাওগো তুমি ফিরে
হয়তো চেননি আমায়, শত লোকের ভীড়ে।


চাতুরীকা দিয়ে গেছে মোরে
এক সাগর করুণার জল
মাটি শুষে খায় নিবিড় পরশে
ধূলো মাখা বেদনার ফল।


নিরহংকার মনেও
একটা সাদা রংয়ের অহংকার থাকে।


আমার যাওয়ার সময় হল
খুলে দাও দ্বার
ফিরিয়ে নাও গো
তোমার দেয়া
প্রনয়েরি ভার।


উপচে পড়া ভালোবাসার অপচয় বেশি।


কেউ মোরে রাখিস ধরে
গন্ধ প্রাণ সুবাসে
হাতকড়ায় সন্ধি করে
চলে যাওয়া প্রবাসে।


শরতের সাদা মেঘ
হৃদয়ের জমানো আবেগ।


মিঠা রোদ্দুরে বিকেলের ক্লান্ত ঘাসফুলে ঘুমিয়ে ছিলাম
একদিন অলসবেলা তেপান্তর মাঠে খুজে দেখি তুমি কে?


চরিত্রহীন প্রেমিকের জীবনেও
একটা সেরা প্রেম থাকে।