তার ঠোটে হেমলক বিষ
ছুয়ে দিলেই নিশ্চিত মৃত্যু।


অনেক প্রেমিক রেখেছে ঘিরে
তাই ফিরে আসি নতশিরে।


তার হৃদয় যেন চন্দনের কাঠ।


আমি অমর হব না জেনেও
ভালোবেসেছি পথের কাটা।


কূটিল চোখে তোমার জটিল প্রেম।


হৃদয় থেকে হৃদয়ে পারাপার
তুমি পেয়েছ কি ঘাটের খেয়া?


হৃদয় খোয়ারে প্রেম পুষি
খায় না ঘাস, খায় না তরু
খায় আমাকে পুড়ে পুড়ে কুড়ে কুড়ে।


মনের আগুনে পুড়ছে স্বদেশ।


ঘাতক ফুল ঝরে যাক
মরে যাক কাকতাড়ুয়া
কেউ কোনদিন ছিল না কারো
পুড়ে যাক কাকতাড়ুয়ার অট্টহাসি
জ্বলে পুড়ে গেছে ফুলের ঠোট।


হৃদয়ে আগুন জ্বলুক
বাইরে মোড়া থাক বসন্ত।


আমি আমাকেই জ্বালিয়ে
আলোকিত করি পূর্ণিমা।


এসো শালিক
রোদের তাপে দুঃখ জুড়াই।


সাপের খোলসের মত বদলায়
মানুষের দুচোখ।


আগুনের গর্ভে ফোটে মালতী ফুল
জেনে রাখো পৃথিবী আজ বিপদসঙ্কুল।