তোমার ছায়া আমার ছায়া
কেউ পায়না কারো নাগাল।


বালুর মতো ব্যাথা শুষে নেবো
কিছু জল ঠেলে দিও।


চোখের ধারে এসে দেখি
জলের বড় অভাব।


কেউ চলে গেছে, বুকের পথ ধরে
পোড়াতে পোড়াতে, ফাল্গুনী মেঘ।


কাঁদতে কাঁদতে চলে গেছ
বলে গেছ সুখি হও।


তোমার ছায়া আমার ছায়া
কেউ পায়না কারো নাগাল।


তুমি কি পায়ে পায়ে হাটতে পারো
গাথতে পারো শিকল বেড়ি?


উত্তরে বহে দক্ষিণের বায়ু
লাগামহীন ছোটে, মানুষের আয়ু।


ঘুম কেড়ে নেয়া জোৎস্না
আজ আমাবর্ষায় আতংকিত।


আমি পর হয়ে গেছি, যেন ধূধূ চর হয়ে গেছি
ভরা ফসলের মাঠে।


চোখে চোখ রেখে এড়িয়ে যাওয়া
অসাধারন যন্ত্রনা।