একদিন নক্ষত্রের মত জ্বলে উঠবো, ধূসর পৃথিবীর বুকে ছড়াবো
আলো, ঘুটঘুটে কালো চাদর মুড়ি দিয়ে, পৃথিবীর বুকে নেমে
আসবে নিগুর অন্ধকার, শুধু ফিরে আসবনা আমি।এক রাশ
ভালোবাসা নিয়ে তুমি অপেক্ষায় থাকবে, নয়নের মণি জ্বলে জ্বলে
ক্লান্ত হবে, তবুও আমি আর ফিরব না। একলা বাঁশির সুর থেমে
যাবে, সাঝবেলা মিলনের গান গেয়ে, খেয়ালে হারিয়ে যাবে, তবুও
মিথ্যে আশার প্রদীপ জ্বালিয়ে, বিভোর হয়ে খুঁজবে আমায়। ভুল
পথে বয়ে চলা নৌকো থেমে যাবে, অন্তহীন  সময়ের স্রোতে।
মাঝির করুণ মুখের প্রতিচ্ছবি ভাবিয়ে তুলবে তোমায়, তবুও আর
ফিরবনা। অজস্র শালিকের ঠোঁটের ফুল ঝরে পড়বে, তরু ছায়া
ভরা পথের সীমানায়, ছুতে ছুতে আর ছোঁয়া হবে না আমার। শুধু
জানবে কোন এক অচেনা পথিক এসেছিল এই সবুজ শ্যামল
বাংলায়। হাজার বছরের স্বপ্ন নিয়ে, সওদা করতে এসেছিল, পল্লী
মায়ের শৈশব বিজড়িত গাঁয়ের হাটে। যার পায়ের আওয়াজ এখনো
চেনা, মর্মরে পাতার ছন্দে ছুটে চলা হিজল বনের পথে, ফিরব
বলে তোমায় পরম মমতায়, মাসি পিষির গান শুনিয়ে ঘুম পারিয়েছি।


হাটুরের দল গল্প করতে করতে আপন ঘরে ফিরে আসে, শুধু
বাংলার বুকে ঝিঙ্গে ফুল হয়ে ফিরে আসি না আমি। তুমি চাঁদের
আলো  জ্বালিয়ে, জনাক আলোর সাথে খেলতে খেলতে, গভীর
রজনী পর্যন্ত অপেক্ষায় থাকবে তবুও ফিরবনা আমি। সময়ের বুদ
বুদে ছুঁয়ে যায় শকুনের নখ। জেগে থাকা আকাশের কোন রং
বদলায়নি, তার বুকে শিশির পরশ, উষ্ণ আবেশে জড়িয়ে রাখে
পরম আদরে, অভিমানী হয়ে ঘর ছেড়ে আর ফেরা হয়নি আমার।


হয়তো এঁটো থালা বাসনের ঝনঝন থেমে গেছে, বর্ষার পানি নেমে
জেগে উঠেছে চর, সন্ধায় শিয়ালের ডাকে এখনো ভয় পাও
কখন আমি ফিরবো তোমার বুকে। লাল গাঁয়ের দুধ জ্বাল দিয়ে
বসে থাকো আমার অপেক্ষায়, শুধু জানি তোমার প্রেম, শিমুল
তুলার মত ভেসে ভেসে পৃথিবী ছেয়ে যাবে, মরুর ক্ষুদ্র বালুকনায়
ছড়ে যাবে শাশ্বত মুক্তির আওভান। আমি অতৃপ্ত তৃষ্ণা বুকে, বঙ্গ
সাগরের পাড় হতে, চাইব তোমার হতে, মালতীর ফুলে দগ্ধ
সৌরভ ছড়াবে তার আপন গৌরবে, আর তখনই মনে হবে আমি
চিরদিনি তোমার। ভুল ভেঙে যাক প্রিয়, আমি ক্ষণ জন্মা কোন
মানব হতে আসিনি, এসেছি বাংলার বুকে নক্ষত্র হতে। ময়না
শালিকের ডাকে হঠাৎ কোন এক ভোরে, ফুটে উঠবে আলো, নদীর
জলে রোদের ঝিলিমিলি খেলায়, মেতে উঠবে দুষ্ট বালকের দল।


শুধু দেখবে সেই দলে নেই আমি। খুব অভিমানী এক বখাটে বালক
অবুঝের মত দিয়ে গেছে প্রান, শুধু তোমার মুক্তির জন্য। এখনো
বয়ে চলা, কলকল মুখরিত ঝর্ণায় করি স্নান, এই বাংলার বুকে, আমি
এক দাপুটে ছেলে, খেলেছি হাত খুলে, ভয় ডরহীন দুর্মোহ চেতনায়
শুধু হয়েছে সময়ের পতন, নাকি এখানে নিত্য জাগে, বাংলার
আকাশে, ঝড় ঝড় অকাল বৈশাখে ঠিক নক্ষত্রের মতন?