কোমল পৃথিবীর বিষাদ সুর মোহিত করে
হয়েছি বহুবার আহত, তবুও প্রেম চাই।
নই আমি পরাজিত সৈনিক
শুধূ হোঁচট খেয়ে থেমেছি কিছুকাল
দেখেছি তোমার ছলনার নিস্তরঙ্গ ছোবল
হয়েছি বহুবার আহত, তবুও প্রেম চাই।
আমি গো ধূলী সন্ধ্যায় চেয়েছি তোমায়
করেছি প্রেম নিবেদন
তুমি ক্ষ নিক আলোক মাঝে নিজেকে ডুবিয়েছ নীরবে
আমার বলার ছিল না কিছুই
শুধুই করি নীরব প্রতিক্ষা।